1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

সাতক্ষীরা থেকে শাহজালাল ম্যাজিস্ট্রেট নওশাদ খানের সততার দ্যুতিতে বদলে যাচ্ছে বিমানবন্দর

ডেক্স নিউজ দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ দৈনিক সাতক্ষীরা দিগন্ত।

 

সততা ও সাহসিকতার কোনো সীমানা নেই,সেটি আবারও প্রমাণ করলেন বিসিএস প্রশাসন ক্যাডারের এক উজ্জ্বল নক্ষত্র নওশাদ খান। সাতক্ষীরার দেবহাটা উপজেলার একসময়ের জনপ্রিয় এই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এক অদম্য যোদ্ধার নাম।

 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় মাত্র এক মাসের সংক্ষিপ্ত দায়িত্ব পালনকালে নওশাদ খান যে কর্মতৎপরতা দেখিয়েছিলেন, তা আজও স্থানীয়দের মুখে মুখে ফেরে। অল্প সময়ের ব্যবধানে তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের আপনজন। সাতক্ষীরার মাটি থেকে অর্জিত সেই অভিজ্ঞতা আর দেশপ্রেমকে পুঁজি করেই তিনি আজ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

 

দেশের প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা যখন নিত্যদিনের খবর, ঠিক তখনই নওশাদ খানের বলিষ্ঠ পদক্ষেপ সেখানে এনেছে ইতিবাচক পরিবর্তনের হাওয়া।

 

প্রবাসীদের লাগেজ বিড়ম্বনা থেকে শুরু করে দালালের দৌরাত্ম্য বন্ধে তার ঝটিকা অভিযান ও তাৎক্ষণিক বিচার এখন বিমানবন্দরের আলোচনার কেন্দ্রবিন্দু।

 

আইনের প্রতি শ্রদ্ধা আর সাধারণের প্রতি মমতা—এই দুইয়ের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন ‘নিয়ম মানার সংস্কৃতি’। তার কাছে পদের চেয়েও বড় পরিচয় ‘জনগণের সেবক’।

সাতক্ষীরাবাসীর গর্বের এক প্রতীক

একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার কাজ যে গোটা জেলার সম্মান কতটা বাড়িয়ে দিতে পারে, নওশাদ খান তার জ্যান্ত উদাহরণ। তার এই আকাশছোঁয়া সাফল্য সাতক্ষীরা জেলাকে জাতীয় দরবারে নতুন করে গৌরবান্বিত করেছে। সাতক্ষীরার গর্বিত সন্তান হিসেবে নওশাদ খানের এই আদর্শিক অভিযাত্রা অব্যাহত থাকুক—এমনটাই কাম্য।

দৈনিক সাতক্ষীরা দিগন্ত সবসময় দেশপ্রেমিক ও ত্যাগী সন্তানদের সাফল্যগাঁথা প্রচারে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি, নওশাদ খানের মতো অকুতোভয় অফিসাররা যদি দেশের প্রতিটি সেক্টরে নেতৃত্ব দেন, তবে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।

নিউজটি ছাপার সময় নওশাদ খানের কালো কোট বা ম্যাজিস্ট্রেসি পোশাকে দায়িত্ব পালনরত কোনো একটি ছবি ব্যবহার করলে খবরটি পাঠকদের কাছে আরও বেশি জী

বন্ত মনে হবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত