1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শ্যামনগরে ডিবি পুলিশের বড় অভিযান ৪৯৭ বোতল কোরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরার শ্যামনগরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিনযুক্ত কোরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার বিবরণ পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে মাদকের একটি বড় চালান উদ্ধারে অভিযানে নামে ডিবি পুলিশের একটি চৌকস দল। এসআই মোঃ মিনাজ উদ্দীন ও সঙ্গীয় ফোর্স শুক্রবার রাত ৩:৫০ ঘটিকার সময় শ্যামনগর থানাধীন ভেটখালী বাজার সংলগ্ন ব্রিজের ওপর ওত পেতে থাকেন। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের নিকট থেকে ৪৯৭ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়: গ্রেফতারকৃতরা হলেন— শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মোঃ সবুর শেখের দুই ছেলে মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫) ও মোঃ জাহিদ হোসেন (২৪)। এদের মধ্যে আলমগীর হোসেনের হেফাজত থেকে ২৯৭ বোতল এবং জাহিদ হোসেনের হেফাজত থেকে ২০০ বোতল কোরেক্স জব্দ করা হয়।

আইনি ব্যবস্থা এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে গোয়েন্দা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত