
ডেক্স নিউজ
সাতক্ষীরাঃজেলা কারাগারে মাদকের ছড়াছড়ি কারারক্ষী মহসিন যখন মাদক ব্যবসায়ী সরকার বারবার মাদকবিরোধিতা করলেও পুলিশ গ্রেফতার করে কারাগারে দিলেও সাতক্ষীরা জেলা কারাগারের ভিতরে টাকার বিনিময়ে মাদক পাচ্ছেন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা থামছেন না মাদক সেবীরা । অনুসন্ধানে গিয়ে জানা যায় জেলখানার ভিতরে আসামী গেলেই তাদেরকে বলা হয় এক প্যাকেট সিগারেটের বিনিময়ে একটি গাজার বিড়ি ও ৫০০ টাকার বিনিময়ে একটি ইয়াবা ট্যাবলেট এমনই ভাবে দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা কারাগারের কারারক্ষী মহসিন দায়িত্ব পালন করছেন কারারক্ষী মহসিন আসামিদের মাদক সরবরাহ করেন এই কারারক্ষী মহসিন অভিযোগ রয়েছেন মোটা অংকের টাকার বিনিময়ে ইয়াবা গাঁজা সহ বিভিন্ন মাদক কারাবন্দীদের কে সরবরাহ করেন এই কারারক্ষী মহসিন তাছাড়া আরো অভিযোগ রয়েছেন তিনি। তিন মাসের জন্য কারাগারের ভেতরে সিআইডি দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা মহাসিন তার এই ক্ষমতা অপব্যবহার করে এই কারারক্ষী মহাসিন অসহায় নিরীহ মানুষকে অমানবিক নির্যাতন করেন এই কারারক্ষী মহসিন সম্মানিত লোকদেরকে কান ধরে উট বস করান এই কর্মকর্তা অভিযোগ রয়েছে এই কারারক্ষী মহসিন। অভিযোগ রয়েছেন জেলখানার ভিতরে টাকা নিয়ে যাওয়ার অনুমতি না থাকলেও তিনি বাইরে মাদক ব্যবসায়ীদের স্বজনদের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকা নেন।
নাম না বলার স্বার্থেই এক ব্যক্তি জানান দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরে বিয়ে করে সাতক্ষীরা জেলা কারাগারের দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা মহাসিন সাতক্ষীরা শহরে শ্বশুরবাড়ি হওয়ায় নিয়মিত মাদক নিয়ে জেলখানায় মাদক ব্যবসায়ীদের কাছে দেন এই সাতক্ষীরা জেলা কারাগারের কারারক্ষী মহাসিন এবং ষোলটা বিল্ডিং এর ১৬ জন দায়িত্ব আসামিদের সাথে সম্পর্ক রেখে জেলখানার ভেতরে থাকার জায়গা ভালো দিবেন বলে টাকাও নেন স্বজনদের কাছ থেকে তার সাথে যুক্ত আছেন দুর্নীতিবাজ সুফিদার আমরা চাই এই দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী মহসিনকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ ব্যাপারে কারারক্ষী মহসিন এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলখানা জেলারের মনির সরকারি নাম্বারে বারবার ফোন দিলেও ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি