1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে নিউজ করাই সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন থানায় মামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা দেবহাটায় থানার কুলিয়া ইউনিয়নের বহেরা ভাটা সরদারবাড়ি মোড় মাদক ব্যবসায়ী সালামের বিরুদ্ধে ২৭/১০/২০২৫/ তারিখে দৈনিক যশোর বার্তা পত্রিকায় দেবহাটায় মাদক ব্যবসায়ীর সালামের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যা চেষ্টা শিরোনামে নিউজ প্রকাশ করেন সাংবাদিক আল আমিন সরদার ক্ষিপ্ত হয়ে ঐ দিন বিকালে তার বাড়িতে ঢুকে পরিবারের পারে হামলা ও সাংবাদিক আল-আমিন সরদারকে অপহরণ থানায় এজাহার।সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা দৈনিক যশোর বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক সোনার বাংলাদেশ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আল আমিন সরদারকে তার ভাড়া বাসা দেবপভাটা থানার বহেরা পুষ্পকোটি গ্রামের থেকে অভিযোগ সূত্রে জানা যায়। জনাব

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আল আমিন সরদার(৩২), পিতা-মোঃ তুব্বাত সরদার, জাতীয় পরিচয় পত্র নং‪ 20018719039116368‬

সাং কাশিয়াডাগা থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা বর্তমান ঠিকানা বাসা ভাড়া দেবভাটা পুষ্পকাঠি আমি থানায় হাজির হইয়া ১। আসামি মাদক ব্যবসায়ী আব্দুল সালাম (৩৫), পিতা-মাহাবুর, সাং-বয়রা ইউনিয়ান কুলিয়া- থানা দেবভাটা-, জেলা সাতক্ষীরা ২। রাজু সরদার (পিতা) লেওকাত সরদার( সাং )পুষ্পকাটি ইউনিয়ন কুলিয়া থানা দেবহাটা ৩/ নং মইদুল ইসলাম পিতা ইন্তাজ ইসলাম সাং বয়রা ইউনিয়ন কুলিয়া থানা দেবহাটা ৪/ নং বাদশা-পিতা অজ্ঞাত বয়রা কুলিয়া দেবহাটা ৫/ফয়সাল পিতা আইজুল পুষ্পকটি কুলিয়া দেবভাটা সহ অজ্ঞত নামা ৩৫ জন মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমি সাংবাদিক আল আমিন সরদার যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছি। ১নং আসামি সালাম একজন মাদক ব্যবসায়ী সালামের বিরুদ্ধে ২৭/১০/২০২৫/ তারিখে দৈনিক যশোর বার্তা পত্রিকায় দেবহাটায় মাদক ব্যবসায়ীর সালামের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যা চেষ্টা শিরোনামে নিউজ প্রকাশ করি ১/ নং আসামি মাদক ব্যবসায়ী সালাম (পিতা মাহাবুর) ২। আসামিন রাজু (পিতা লেওকত) ৩/ আসামি মহিদুল (পিতা ইন্তাজ) ৪/ আসামি বাদশা (পিতা অজ্ঞাত) ফয়সাল (পিতা আইজুল) ২৭/১০/২৫/তারিখ বিকাল অনুমান ০২.০০ ঘটিকার সময় দেবহাটায় থানাধীন পুষ্পকটি ইটভাটার পাশে আমার ভাড়া বাসায় অবৈধভাবে অস্ত্র নিয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন ১/ নং আসামি সালাম ও ৪/ নং আসামি বাদশা আমার ঘরে আলমারি ভেঙ্গে এক লক্ষ ১৫০ হাজার টাকা বের করে নেয় ২/ নং আসামি আমার স্ত্রীর সোনার চেন ও কানের দুল ছিনিয়ে নেন ও কিছু রুপার জিনিসও নিয়ে যায় আমার স্ত্রী রূপা বেগম ও আমার মেয়ের রুপী (২৫)আক্তার রিমা বয়স ১১ বছর ও আমার ছেলে শিশু সন্তান আরাফাত হোসেন ফাইম বয়স (৩) বছর উপর নির্যাতন চালাই ১/ নং সাক্ষী ঈমান আলী পিতা অজ্ঞত ২/ সাক্ষী রওশন আর বেগম ৩/ সাক্ষী আরিফা বেগম সহ এই ঘটনা মোবাইল ফোনে আমাকে জানান আমি জানতে পারলেই ঘটনাস্থলে আসলে আমাকে মাদক ব্যবসায়ী সালামসহ সন্ত্রাসী স্টাইলে অপহরণ করে নিয়ে জান মাদক ব্যবসায়ী সালামের বাড়ি দুই ঘন্টা আমার উপর নির্যাতন চালান এক নম্বর আসামি সহ অজ্ঞত আসামিরা অবশেষে আমার স্ত্রী রুপা পুলিশের সহযোগিতা চাইলেই পুলিশ আমাকে উদ্ধার করেন সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন আমি অসুস্থ থাকাই আমার সহকর্মী সাংবাদিক সাথে সাথে আলোচনা করিয়া এবং সিদ্ধান্তক্রমে থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।

অতএব, উল্লেখিত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে মর্জি হয়।

এ ব্যাপারে সাংবাদিক আল-আমিন সরদার বলেন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে চাঁদা দাবি করেছেন তাদের দাদা দেওয়া হয়েছে পরবর্তীতে আমার স্ত্রী পুলিশের সহযোগিতা নিলেই পুলিশ আমার ঘটনাস্থিল থেকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন আমি সুস্থ হয়ে একটি মামলা করেছি প্রশাসন তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনবে আমি আশাবাদী

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত