1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

২০২৬-এর আগমনে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’র শুভেচ্ছা, বেগম জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ দৈনিক সাতক্ষীরা দিগন্ত

 

অতীতের গ্লানি মুছে নতুন দিনের প্রত্যাশায় বিশ্বজুড়ে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর ২০২৬-কে। বর্ষবরণের এই মাহেন্দ্রক্ষণে দৈনিক সাতক্ষীরা দিগন্ত এবং ডিএসডি টিভি (DSD TV) পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল সংবাদকর্মী, পাঠক, দর্শক এবং শুভানুধ্যায়ীদের জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও নতুন বছরের শুভেচ্ছা।

 

 

 

বিগত বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় যে সকল সংবাদকর্মী ও মাঠ পর্যায়ের প্রতিনিধিরা নিরলস কাজ করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ডিএসডি টিভি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “আমাদের অকুতোভয় সাংবাদিকদের সাহসিকতা ও পরিশ্রমের ফলেই আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে পেরেছি। নতুন বছরেও আমরা আধুনিক প্রযুক্তি ও নৈতিক সাংবাদিকতার মেলবন্ধনে এগিয়ে যাব।”

 

 

 

নতুন বছরের আগমণ উপলক্ষে আনন্দ থাকলেও দেশজুড়ে বিরাজ করছে বিষাদময় পরিবেশ। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি পরিবার। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান এবং দীর্ঘ রাজনৈতিক জীবনকে শ্রদ্ধাভরে স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। রাজনৈতিক এই অপূরণীয় ক্ষতি ও শোকের ছায়া প্রতিটি নাগরিকের হৃদয়ে নাড়া দিয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়ায় আমাদের অগণিত ফলোয়ার এবং ডিএসডি টিভির দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে কর্তৃপক্ষ বলেন, “আপনাদের অবিরাম সমর্থন আমাদের পথচলার শক্তি। ২০২৬ সালে আমরা নতুন আঙ্গিকে এবং আরও দায়িত্বশীলতার সাথে আপনাদের সামনে তথ্য ও বিনোদন পৌঁছে দেব।”

 

নতুন বছর ২০২৬ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সুন্দর ও সমৃদ্ধ সাতক্ষীরা তথা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি,সবসময় সত্যের পাশে অবিচল থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত