
মোঃ শহিদুল ইসলাম, জামালপুর, প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের বিজয় হলে দেশে উন্নয়নের জোয়ার বইবে। তিনি দাবি করেন, গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
বুধবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আওয়ামী লীগ ৫০ বছরেও দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বরং তারা বিরোধী দল দমন ও অপপ্রচারের রাজনীতি করেছে।” তিনি আরও বলেন, “বিএনপি সব সময় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। অতীতে বেগম খালেদা জিয়া জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সহাবস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। অথচ আওয়ামী লীগ তাদের দলীয় নিবন্ধন বাতিল করেছিল। আজ তারাই বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।”
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জে কে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি শরিফ উদ্দিন আকন্দ এবং রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের মুখ্য সংগঠক সেলিম রেজা জয়।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।