
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ভ্যানগাড়ি সহায়তা পেয়ে আনন্দিত হয়েছেন দরিদ্র ও অসহায় শরীরিক প্রতিবন্ধী ময়েন উদ্দিন। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সংগ্রাম করে আসা ময়েন উদ্দিনের জন্য এই ভ্যানগাড়ি যেন নতুন আশার দুয়ার খুলে দিয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির কর্মসূচির আওতায় তাকে ভ্যানগাড়িটি প্রদান করা হয়। ভ্যানগাড়ি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ময়েন উদ্দিন বলেন, “অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। কাজের সুযোগ ছিল না। আজ ভ্যানগাড়ি পেয়ে খুব খুশি হয়েছি। এতে করে পরিবার নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারবো ইনশাআল্লাহ।”
স্থানীয় সূত্রে জানা যায়, ময়েন উদ্দিন একজন পরিশ্রমী শারীক প্রতিবন্ধী ও সৎ মানুষ। ভ্যানগাড়িটির মাধ্যমে তিনি নিয়মিত কাজ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সাঁথিয়ায় ভ্যানগাড়ি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) রিজু তামান্না সমাজ সেবা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ফারুক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।