
মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক
“বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ঐক্যের জয়গান”—এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০২৬ সালের নতুন সূর্যকে স্বাগত জানিয়েছে ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রভাবশালী সাংবাদিক সংগঠন রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব-০১। ২০২৫-এর বিদায় আর নতুন বছরের আগমনে ক্লাবের সকল স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা একতাবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের-০১ সভাপতি মোঃ নবাব আলী এবং সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের ক্লাবের প্রতিটি সদস্য একেকজন কলম সৈনিক। আমরা অঙ্গীকার করছি, ২০২৬ সালে আমরা যেকোনো মূল্যে সত্যের পথে চলবো। ভয় বা প্রলোভনের কাছে মাথা নত না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে আমাদের মূল লক্ষ্য।”
নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, এই প্রেসক্লাবকে জেলা ও উপজেলার একমাত্র মানসম্পন্ন ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এজন্য সকল সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নতুন বছরের আনন্দ আয়োজনের মাঝেও রাজনৈতিক অঙ্গনের শোকাবহ ছায়া প্রতিবেদনটিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। শোককে শক্তিতে পরিণত করে দেশ ও জাতির সেবায় নিজেদের কলমকে উৎসর্গ করার কথা জানান সাংবাদিকরা।
ক্লাবের কার্যক্রমে গতিশীলতা আনতে একঝাঁক অভিজ্ঞ সাংবাদিক দায়িত্ব পালন করছেন
নেতৃত্বে সভাপতি মোঃ নবাব আলী ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম।
সহ-নেতৃত্বে সহ-সভাপতি মোঃ মাসুদ রানা চৌধুরী ও অতুল বসাক।
যুগ্ম নেতৃত্বে,সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসিনুজ্জামান মিন্টু, মোঃ রব্বানী পারভেজ ও মোঃ এন্তাজুল ইসলাম (এন্তাজ)।
সাংগঠনিক দক্ষতায়, মোঃ সাখাওয়াত হোসেন (লিটন), মোঃ আবু তাহের ইসলাম ও মোঃ আল মামুন।
দপ্তর ও প্রচারে, মোঃ আব্দুল আজিত (দপ্তর সম্পাদক) ও মোঃ মাহবুব আলম (প্রচার সম্পাদক)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য মোঃ মানিকুজ্জামান (মানিক), মোঃ মুক্তারুল ইসলাম (মুক্তার), মোঃ নয়ন, মোঃ হাসিনুর রহমান ও মোঃ মিজানুর রহমানসহ সকল সাধারণ সদস্য ঐক্যবদ্ধভাবে এই অগ্রযাত্রায় সামিল হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাব-০১ কেবল একটি সংগঠন নয়, এটি এই অঞ্চলের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজের অনিয়ম দূর করা সম্ভব—এই বিশ্বাস নিয়ে ২০২৬ সালে এক নতুন উচ্চতায় পৌঁছাতে চায় এই ক্লাব। সাংবাদিকরা প্রত্যাশা করেন, তাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস রাণীশংকৈল উপজেলাকে সারাদেশে উন্নয়নের মডেলে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করবে।