1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

কাহারোলে শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক সমাবেশ, নেতৃত্বের আহ্বান মতিউর রহমানের

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি

 

কাহারোলে শ্রমিকদের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় কাহারোল উপজেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ বছরের পর বছর ধরে তারা ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো রবিউল ইসলাম বলেন শ্রমিকরা সমাজ ও রাষ্ট্র গঠনের মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়ে রয়েছে দেশের অর্থনীতি। অথচ দুঃখজনকভাবে আজ শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন ইসলাম শ্রমিকের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করেছে। রাসূল (সা.) বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করো।কিন্তু বর্তমান সমাজব্যবস্থায় এই নীতি উপেক্ষিত হচ্ছে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাকিরুল ইসলাম। তিনি বলেন শ্রমিকদের কল্যাণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পাশে থেকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

এছাড়াও বক্তব্য রাখেন কাহারোল উপজেলা জামায়াতের আমির ও সাবেক ছাত্রনেতা জননেতা তরিকুল ইসলাম। তিনি শ্রমিক সমাজকে নৈতিকতা ও আদর্শিক নেতৃত্বের মাধ্যমে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনে ১নং ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন ৩ নং ইউনিয়ন

সভাপতি হেলাল, শ্রমিক কল্যান ফেডারেশন ২নং ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম পিন্টু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মো:আমিনুল ইসলাম।

সমাবেশ শেষে দেশর সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত