
নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরা জেলা পুলিশে মেধা ও যোগ্যতার মূল্যায়নে পদোন্নতিপ্রাপ্ত চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই নতুন পদের ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
কনস্টেবল পদ হতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা হলেন:
হারুনার রশিদ,শেখ নবীর হোসেন,গৌরাঙ্গ ধর
মোসাঃ শেফালী আক্তার।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, পদোন্নতি মানেই অর্পিত দায়িত্ব ও চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়া। তিনি নব-পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জনগণের সেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দেন। বিশেষ করে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা রক্ষায় তাঁদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন
জনাব এসএম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা।
জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা।
অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জেলা পুলিশের অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশের সেবায় নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করেন।