1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

রাণীশংকৈলের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বি-বার্ষিক নির্বাচন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রাণীশংকৈল ডাবতলী মোঃ মজির চেয়ারম্যান মার্কেটে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

 

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. নবাব আলী,এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ খায়রুল ইসলাম

 

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অতুল বসাক ও মোঃ মাসুদ রানা চৌধুরী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হাসিনুজ্জামান মিন্টু ও মোঃ রব্বানী পারভেজ।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন লিটন।

মোঃ আবু তাহের ইসলাম, মোঃ আল মামুন,এছাড়া প্রচার সম্পাদক হিসেবে মোঃ মাহবুব আলম, এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আব্দুল অজিত দায়িত্ব গ্রহণ করেন।

 

কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মুক্তারুল ইসলাম( মুক্তার) মোঃ মানিকুজ্জামান (মানিক) মোঃ নয়ন, মোঃ হাসিনুর রহমান, মোঃ মিজানুর রহমান সহ আরও কয়েকজন সাংবাদিক।

 

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে সময় আহ্বায়ক ছিলেন মোঃ খায়রুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাসিনুজ্জামান মিন্টু। পরবর্তীতে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।

 

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুল নবী পান্না, জিয়া পরিষদের পৌর সভাপতি শরীফ উদ্দিন মাস্টার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তারুল ইসলাম মুক্তার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত