
মোঃ ফারুক হোসেন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ র্যালির আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও বিজয়ের চেতনাকে ধারণ করে এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি শ্যামনগর উপজেলা ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি চলাকালে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনের জন্যই ছিল। তিনি বলেন, বিজয়ের চেতনাকে ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
এ সময় সভাপতি এর বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল শিক্ষা হলো ইনসাফ, ন্যায়বিচার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা। তিনি বলেন, এই চেতনা বাস্তবায়নে সামাজিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন আহমেদ, মাওলানা গোলাম বারী ও অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি প্রফেসর আব্দুল হামিদ, মাওলানা মহসিন আলম, অধ্যক্ষ সাঈদী হাসান বুলবুল, উপজেলা কর্মপরিষদ সদস্য ডাক্তার ইমাম হাসান ও শহিদুল ইসলাম, শ্যামনগর পৌর জামায়াতের আমির হারুনার রশিদ সাচ্চুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।