
মোঃ হাফিজুর রহমান হাফিজ, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড় এলাকায় সড়ক সংস্কার কাজের সময় প্রয়োজনের অতিরিক্ত ভাঙচুর না করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিহীন পরিবারের সদস্যরা। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি ব্যবহারের অধিকার অবশ্যই সরকারের রয়েছে। তবে যতটুকু দরকার, ততটুকুই নেওয়া এটাই যৌক্তিক দাবি। তাদের অভিযোগ প্রকল্প বাস্তবায়নের নাম করে অতিরিক্ত ভাঙচুর বা সীমার বাইরে জমি নেওয়ার চেষ্টা করা হলে প্রকৃত ভূমিহীনরা ক্ষতিগ্রস্ত হবেন।
স্থানীয়রা জানান, সরকারি জমিতে বসবাসকারী সবাই প্রকৃত ভূমিহীন নন। অনেকে ঘরবাড়ি থাকা সত্ত্বেও পজেশনের অজুহাতে সরকারি স্থান দখল করে রাখেন। এতে প্রকৃত ভূমিহীনদের সমস্যায় পড়তে হয়। তবে সব পক্ষের অবস্থান যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারেরই।
এ অবস্থায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়ক সংস্কার কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দখলবাজদের চিহ্নিত করার জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের দাবি জানান। পাশাপাশি তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে উন্নয়ন কাজের পাশাপাশি সাধারণ মানুষের বসবাস ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত হয়।