
রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
মানবতার সেবায় এগিয়ে এসে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন ১০টি দুস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ গ ম আব্দুস সালাম।
ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফজলু মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুকুর আলী। এছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জলিল তরফদার এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন ঢালী, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কারিকার, উপদেষ্টা মোকসেদ আলী কারিকর, শফিকুল মুন্সী, এবং হাজী আব্দুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুবেল, আবু রাইরা, আশিক, রিপন, রিফাত, মজিদ সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই হলো প্রকৃত মানবসেবা।
সভাপতির বক্তব্যে ফজলু মল্লিক বলেন, রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজের উন্নয়নে ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষে ১০টি পরিবারের হাতে আর্থিক সহায়তার উপহার তুলে দেন অতিথিরা। এই সহায়তা পেয়ে পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।