1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

হরিনাকুন্ডুতে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক,দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ৫৪ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হয়েছে।৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার প্রিয়ণাথ স্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীরা সমিতি হরিনাকুন্ডু।
দিনভর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ এবং শরীর চর্চা শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম ও সহকারী কমিশনার ভুমি সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা এর উপস্থিতে বিকেলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আঃ বারীর সভাপতিত্বে
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষা অফিসারের পাশাপাশি অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতা অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় ও সকল ক্রীড়া শিক্ষকদের দায়িত্ব পালনের শিক্ষকদের দায়িত্ব পালনের মাধ্যমে আজকের অনুষ্ঠানটির ধারাভাষ্যকার ও সার্বিক সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর হোসাইন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত