
মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব ও তাঁর সহধর্মিনীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্তমানে তাঁরা ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের দ্রুত আরোগ্য লাভ করে দেশে ফেরার জন্য মহান রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা জানান মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনীবাসী।
২৪ অক্টোবর, ২০২৫, শুক্রবার, সাতক্ষীরার শ্যামনগরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা শেখ শরিফুজ্জামান সজিবের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ও সহধর্মিণীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। কঠিন অসুস্থতার বিরুদ্ধে তাঁদের লড়াইয়ে মনোবল অটুট রাখার আহ্বান জানান বক্তারা।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত সবাই একযোগে মহান আল্লাহর দরবারে হাত তুলে শেখ শরিফুজ্জামান সজিব ও তাঁর স্ত্রীর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তির জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
বক্তারা বলেন, শেখ শরিফুজ্জামান সজিব জেলা স্বেচ্ছাসেবক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাঁর শূন্যতা সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে অনুভূত হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে আগত সাধারণ মানুষজন প্রিয় নেতার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আন্তরিক দোয়া করেন। তাঁরা আশা প্রকাশ করেন, আল্লাহর অশেষ রহমতে তাঁরা দ্রুত আরোগ্য লাভ করে আবার জনসেবায় আত্মনিয়োগ করতে পারবেন।
দোয়া মাহফিলের আয়োজকরা জানান, চিকিৎসার সময়কাল যাতে নির্বিঘ্ন ও ফলপ্রসূ হয়, সে কারণে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। তাঁরা সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।
শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এমন উদ্যোগ এলাকার মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা সেচ্ছসেবক দলের আহবায়ক সদস্য মোঃ শহিদুল ইসলাম