
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় আজ ২৬;আক্টোবর রোজ মঙ্গলবার বিকাল ৪টার সময় অনুষ্ঠিত হলো “জোনাকির আলো পাঠাগার”-এর নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন করেন জনাব রিজু তামান্না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সাঁথিয়া, পাবনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও প্রশিক্ষক আব্দুল্ল্লাহ আল মামুন, কবি লেখক মো: আব্দুর জাব্বার, এবং এলাকার গুণীজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাঁথিয়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন-এর সম্মানিত সভাপতি রিপন হোসেন লাইক, সাধারণ সম্পাদক খান আসলাম, ও সংগঠনের সকল স্তরের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
“জোনাকির আলো পাঠাগার”-এর এই নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় তরুণ সমাজে পাঠাভ্যাস, জ্ঞান, মানবতা ও সচেতনতার আলো আরও প্রসারিত হবে — এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।