
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ
যুক্তরাষ্ট্রের মূলধারার নিউ আমেরিকান জেমোএেটিক অব নিউইয়র্ক ,নিউ আমেরিকান ওমেন্স ফোরাম অব নিউইয়র্ক এবং নিউ আমেরিকান ইউথ ফোরাম অব নিউইয়র্ক যৌথভাবেরবিবার ,১১ জানুয়ারি ২০২৬ নিউইয়র্ক এর ৫৯-১৫,উডসাইড এভিনিউ,নিউইয়র্ক,এনওয়াই-১১৩৭৭ এর নিউইয়র্ক এর গোলশান টেরেসে তিনদশক পূর্তি উদযাপন করবে এবং মিট এন্ড দেয়ার অনুষ্ঠিত হবে ।অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায় ।
আয়োজকদের আন্যতম আনাফ আলম ও নূসরাত আলম বাপসনিউজকে জানিয়েছেন যে, অনুষ্ঠান উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং অনুষ্ঠান যথাসময়ে শুরু হবে ।
অনুষ্ঠানমালায় উদ্বোধনী পর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশিষ্টজনকে এওয়ার্ড প্রধান করা হবে । এছাড়া নৈশভোজের ব্যবস্থা থাকবে ।
অনুষ্ঠানে আমেরিকার মূলধারা রাজনীতিতে নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে । এছাড়া গুরুত্বপূর্ণ বিশিষ্টজন উপস্থিত থাকবেন ।খবর বাপসনিউজ।
উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোরশেদ আলম, আনাফ আলম,নূসরাত আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল এবং প্রবাসীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন ।