1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

কালিগঞ্জে জাতীয় খেলোয়াড়দের সমন্বয়ে ৪ দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশ গ্রহণে চার দলীয় প্রবাসী কাপ নকআউট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল থেকে উপজেলার নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিবারাত্রি এ খেলা অনুষ্ঠিত হয়।নিজদেবপুর নিত্যানন্দপুর মিলনী যুব সংঘের আয়োজনে এবং প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বিকাল ৩টায় উজ্জীবনী ইনস্টিটিউট সংলগ্ন নিজদেবপুর ভলিবল মাঠে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কালিগঞ্জের মৌতলা ভলিবল দল ও বেনাপোল ভলিবল দল। লীগ পদ্ধতিতে ৫০ পয়েন্টের খেলায় বেনাপোল ভলিবল দল ৫০ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়, মৌতলা দল পায় ৪৬ পয়েন্ট।দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে মাগুরা জেলা ভলিবল দল ও শ্যামনগর খানপুর ভলিবল দল। এ খেলায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর ভলিবল দলের নামকরা খেলোয়াড়দের অংশগ্রহণ দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করে।

 

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও কোয়ালিটি এন্ড রূপসী বাংলা ফিট-এর কালিগঞ্জ ও মৌতলার স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রোমানিয়া প্রবাসী আলমগীর হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকোন, সেনাবাহিনীর সার্জেন মতিউর রহমান, জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আলমগীর কবির রানা, ইউপি সদস্য কাজী মনিরুল ইসলামসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আবু তাহের। খেলাটি পরিচালনা করেন ঢাকার আম্পায়ার শ্যামল ও মোস্তাফিজুর রহমান। ধারাভাষ্যে ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক।

 

ডে-নাইট এই আকর্ষণীয় ভলিবল টুর্নামেন্ট উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। স্মরণকালের সেরা আয়োজন গুলোর একটি হিসেবে দ্রুতগতি ও উড়ন্ত বলের নান্দনিক খেলায় দর্শকরা মুগ্ধ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা জেলা ভলিবল দল ও শ্যামনগর খানপুর ভলিবল দলের মধ্যকার খেলা চলছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত