1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

শ্যামনগরে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত রাব্বানী পলাতক প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত লম্পট রাব্বানী হাজী (পিতা: মফজেল গাজী) ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিজানুর রহমানের নাতনি স্থানীয় একটি দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় প্রতিবেশী রাব্বানী হাজী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন একটি কক্ষে ডেকে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ধাবিত হলে অভিযুক্ত রাব্বানী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

পরিবার জানায়, নির্যাতনের ফলে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকদের শরণাপন্ন করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।

 

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত রাব্বানী একজন চিহ্নিত দুশ্চরিত্র ও অভ্যাসগত অপরাধী। ইতিপূর্বেও তার বিরুদ্ধে একাধিক বিয়ে এবং নারী নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি পূর্বের একটি ধর্ষণ মামলায় সে বর্তমানে জামিনে আছে। জামিনে থেকে পুনরায় এমন জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় জনমনে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এ ঘটনায় ২নং ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্তকে ধরতে এলাকায় তল্লাশি চালাচ্ছে স্থানীয় জনতা এবং বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত