1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন সভাপতি মনির, সম্পাদক সাজু

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাত্র অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর বাউবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ করিম রাজা ও সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল আবেদীন এই কমিটির অনুমোদন দেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের নির্দেশনায় এবং কেন্দ্রীয় সংসদের নিবিড় যাচাই-বাছাই শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নেতৃত্বে যারা এলেন

চট্টগ্রাম বিভাগের সাতটি স্টাডি সেন্টারের শিক্ষার্থীদের মধ্য থেকে সাংগঠনিক দক্ষতা ও স্টুডেন্ট আইডি যাচাই-বাছাই করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। কমিটির শীর্ষ পদগুলোতে মনোনীত হয়েছেন

সভাপতি, মোঃ মনির হোসেন (কাউখালী, রাঙ্গামাটি)।

সিনিয়র সহ-সভাপতি,মোঃ সাইফু রহমান (চট্টগ্রাম)।

সাধারণ সম্পাদক, মোঃ শাহ জাহান সাজু (পটিয়া, চট্টগ্রাম)।

সাংগঠনিক সম্পাদক,রুপা বড়ুয়া (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম)।

উল্লেখ্য যে, সভাপতি পদে ২০ জন, সাধারণ সম্পাদক পদে ১৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে মেধা ও দক্ষতার ভিত্তিতে বর্তমান নেতৃত্বকে বেছে নেওয়া হয়।

কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য

নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য হলো চট্টগ্রাম বিভাগের প্রতিটি আঞ্চলিক কার্যালয় ও স্টাডি সেন্টারে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা। এছাড়া বিভিন্ন অনিয়ম প্রতিরোধ, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং নৈতিকতার সাথে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এই সংগঠনের প্রধান উদ্দেশ্য। সেন্ট্রাল পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেও এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

নব-নির্বাচিত সভাপতি মোঃ মনির হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, “আমরা দ্রুত চট্টগ্রাম বাউবি আঞ্চলিক পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করব। প্রতিটি ক্যাম্পাসে পরিচিতি সভা ও অবহিতকরণ সভার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সমস্যার কথা শোনা হবে এবং তা সমাধানের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হবে।”

তিনি সংগঠনটিকে গতিশীল করতে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত