
তালা উপজেলা প্রতিনিধি
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টার সময় তালায় শাহাজালাল ইসলামী (ব্যাংক) পিএলসি এর উদ্বোধন করা হয়। তালা সোনলী ব্যাংকের নিচতলার অফিসে এই ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রভাষক মশিউর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক কামরুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহাজালাল ইসলামী ব্যাংক চুকনগর শাখার ম্যানেজার হাওলাদার আসাদুজ্জামান, বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, সোনালী ব্যাংক তালা শাখার এজিএম মোঃ আব্দুর রাজ্জাক, এনজিও উন্নয়ন প্রচেষ্টার সহকারী পরিচালক শাহনেওয়াজ কবির, তালা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রতিটি নূণ্যতম সচ্ছল ব্যাক্তিরা ব্যাংকের সাথে সংযুক্ত। কিন্তু বিভিন্ন তাদের গ্রাহকদের কাঙ্খিত সেবা প্রদান করতে পারেন না। আমরা সেসব থেকে শিক্ষা নিয়ে প্রতিটি গ্রাহকের বিস্বস্ততা অর্জন করতে চাই। আশা করি আপনার আমাদেরকে সে সুযোগ দিবেন এবং আমাদের পাশে দাড়াবেন, আমরা আপনাদের বিশ্বাস রক্ষা করার চেষ্টা করবো। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিতে ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।