
শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বুড়ি গোয়ালিনী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোলাম হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। আজ (২০ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাবাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে গোলাম হোসেনের সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আজ কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বা হাসপাতালে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
দ্বিতীয় পর্বে আমরা এই ঘটনার বিস্তারিত তথ্য, অভিযুক্তদের পরিচয় এবং পুলিশের ভাষ্য তুলে ধরবো। আমাদের সাথেই থাকুন।