1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

পাবনায় প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন।

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

পাবনা জেলায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ জনগণ। রোববার (২ নভেম্বর) দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জাহাঙ্গীর হোসেন, মাসুদ পারভেজ, ওবায়দুল হোসেন ও জাবেদ রহমান। বক্তারা বলেন, জেলার সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অতিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থা ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য যায় জরুরি মনিটরিং সেল গঠন করাসহ বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে। এই সকল দাবি মানা না হলে কঠোর হুঁশিয়ার দেন তারা।মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত