
মোঃশহিদুল ইসলাম, জামালপুর, প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে মাজহারুল ইসলামের অন্যায় অত্যাচার ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজ শিক্ষক, কর্মচারী ব্যানারে সংবাদ সন্মেলনে অনুষ্টিত হয়। সংবাদ সন্মেলনে কলেজ সভাকক্ষে কলেজের প্রভাষক মাফুজুর রহমান সাংবাদিকদের জানান, দিঘলকান্দি গ্রামের মৃত কাছের আলীর ছেলে মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে শৃঙ্খলা ভঙ্গের নানা চেষ্টা চালিয়ে আসছেন। সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে থেকে স্থানীয় প্রভাব খাটিয়ে কলেজে অন্যায় ভাবে চাকরির জন্য চাপ প্রয়োগ করতেন। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদের কাছ থেকে চাকরির জন্য ডিও লেটার সংগ্রহ করেছিলেন।
মাজহারুল ইসলাম রাজনৈতিক সুবিধা নিতে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষেই সম্পর্ক বজায় রেখে চলেছেন। তার বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। প্রভাষক আরো জানান, কলেজের ৪৩ শতাংশ জমি শিক্ষক–কর্মচারীদের অর্থে মাজহারুল ইসলামের পিতার কাছ থেকে ক্রয় করা হয়েছে।
মাজহারুল ইসলাম অতীতে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি সহকর্মী ল্যাব অ্যাসিস্ট্যান্ট আহসান হাবীব রুবেলের ওপর হামলা চালান। এ ঘটনায় রুবেল গুরুতর আহত হন এবং এ বিষয়ে থানায় মামলা চলমান রয়েছে। বর্তমান তিনি
ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং কলেজের শিক্ষক-কর্মচারীদের নানা ধরণের হুমকি দিচ্ছেন। এছাড়াও মাজহারুল ইসলাম
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজুর নামে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।
সংবাদ সন্মেলনে মাজহারুলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক ও কর্মচারী।
সংবাদ সন্মেলনে উপস্হিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক পরিমল চন্দ্র বাবু, কম্পিউটার অপারেশন ফারজানা আক্তার, কম্পিউটার অপারেশন প্রদর্শক তরিকুল ইসলাম, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আহসান হাবিব, ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদা খানম রুমি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট জায়েদা খাতুন প্রমুখ।
মোঃশহিদুল ইসলাম
জামালপুর
০১৭৬৩২৯৮৪৪৪