
ইব্রাহিম গাজী সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে গত ১০/১০/২০২৫ খিঃ, রাত ২৩.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা ও সদর থানার যৌথ টিম গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ের সামনে অভিযান পরিচালনাকালীন একটি অটো দেখিয়া থামাইয়া চেক করিয়া ১। মোঃ মুরশিদ আলম লিপু (২৯), পিতা-মোঃ জিনারুল ইসলাম, মাতা-রাজিয়া সুলতানা, সাং-শিবপুর, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর ২। মুছাঈদ আলম (৩০), পিতা-মাছুদুল আলম, মাতা-লুবা ইয়াছমিন, সাং-বামনপাড়া (খন্দকার পাড়া), থানা ও জেলা-মেহেরপুরদেকে গ্রেফতার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় তাহারা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে। তাহাদের দখল হইতে অনলাইন জুয়ায় ব্যবহৃত নিম্নবর্ণিত ডিভাইস জব্দ করেন। আসামীরা দীর্ঘ দিন যাবৎ অনলাইন জুয়ার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামীদের নাম:
১। মোঃ মুরশিদ আলম লিপু (২৯), পিতা-মোঃ জিনারুল ইসলাম, মাতা- রাজিয়া সুলতানা, সাং-শিবপুর, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর।
২। মুছাঈদ আলম (৩০), পিতা-মাছুদুল আলম, মাতা-লুবা ইয়াছমিন, সাং-বামনপাড়া (খন্দকার পাড়া), থানা ও জেলা-মেহেরপুর।
উদ্ধারকৃত আলামত:
১। ১৬ টি মোবাইল ফোন।
২।৩ টি ল্যাপটপ
ধৃত আসামী মোঃ মুরশিদ আলম (২)লিপু (২৯) এর নামে নিম্নোক্ত মামলা বিচারাধীন রয়েছে-১। (IPSLT) ডিএমপি এর পল্টন খানার, এফআইআর নং-৩৭/৫৭৩, তারিখ- ১৪ নভেম্বর, ২০২১: জি আর নং-৫৭৩/২১, ভারিখ- ১৪ নভেম্বর, ২০২১: সময়- ০০,১০ ধারা- ২৩(২)/২৪(২)/২৫(২)/৩০(২)/৩১(২)/৩৫(২) ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮, এজাহারে অভিযুক্ত।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।