1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে র‍্যাব-৮ এর গাড়ি ও লোকাল বাসের সংঘর্ষে নিহত-৩, আহত-২০

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক,দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে শনিবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। র‍্যাব-৮ এর একটি গাড়ি ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং হাসপাতালে নেয়ার পর মারা গেছে আরও একজন। এঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজায়ানুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে র‍্যাব-৮ এর একটি পরিবার পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে কুয়াকাটা রওনা দেয়। পথে মহাসড়কের পক্ষিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে র‍্যাবের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। এতে আহতদের হাসপাতালে নিতে বিলম্ব হয়। ঘটনাস্থলেই এক র‍্যাব সদস্যের দুই বছরের এক শিশু নিহত হয় ও র‍্যাবের গাড়ি চালক আলিম নিহত হয়েছেন। এছাড়া আফরোজা নামে এক নারী নিহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোই এই দুর্ঘটনার মূল কারণ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত