1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

বকশীগঞ্জে যুবকের বিষপান, পুলিশের মানবিক উদ্যোগে রক্ষা পেল জীবন

মোঃ শহিদুল ইসলাম, জামালমোঃপুর প্রতিনিধি ॥
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, জামালমোঃপুর প্রতিনিধি ॥

জামালপুরের বকশীগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। উপজেলার রবিয়ারচর দক্ষিণ পাড়ার ইমান মন্ডলের ছেলে আনারুল মন্ডল (২৫) আজ দুপুরে বিষপান করে মাটিতে ছটফট করতে থাকেন। আশেপাশে কেউ উপস্থিত না থাকায় তার অবস্থা দ্রুতই সংকটজনক হয়ে ওঠে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফোন পেয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তারা দেখতে পান, আনারুল মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন, পাশে কেউ নেই। বিষয়টি মানবিকভাবে উপলব্ধি করে ওসি নিজ উদ্যোগে দ্রুত ভ্যান ভাড়া করে তাকে উদ্ধার করেন। এরপর স্থানীয় পুলিশ সদস্য এসআই কাওসারের সহযোগিতায় দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, আনারুলকে জরুরি ভিত্তিতে বিষওয়াশ দেওয়া হচ্ছে। তার জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ ব্যাপারে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “কী কারণে আনারুল বিষপান করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মানবিক দায়িত্ব থেকে তাকে উদ্ধারের চেষ্টা করি। আশা করছি, চিকিৎসার মাধ্যমে তার জীবন রক্ষা পাবে।”

স্থানীয়রা পুলিশের এই দ্রুত পদক্ষেপকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, “পুলিশ যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিত, তবে হয়তো একটি তরতাজা প্রাণ ঝরে যেত। মানবিকতার কারণে একজন যুবকের জীবন আজ বেঁচে গেল।”

আনারুলের পরিবারও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, কঠিন সময়ে পুলিশের এমন দায়িত্বশীল ও সহানুভূতিশীল ভূমিকা তাদের কাছে আশার আলো হয়ে এসেছে।

মোঃ শহিদুল ইসলাম
জামালপুর
০১৭৬৩২৯৮৪৪৪

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত