1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

প্রবল বর্ষণে শহর কলকাতা জলের তলায়, জনগন বলছে দিদির তৈরি প্রথম লন্ডন দেখলাম।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ২৩শে সেপ্টেম্বর বুধবার, রাত থেকে প্রবল বর্ষণে কলকাতা শহর জলের তলায় ভাসলো, পুজো মণ্ডপ থেকে শুরু করে দোকান পাট জলের তলায়, দোকানদারদের লক্ষ লক্ষ টাকার জিনিস ক্ষতি হয়েছে , যে সকল দোকানদার পুজোর জিনিস তুলেছিলেন পুজোতে বিক্রি করার জন্য, এবং যে সকল দোকানদার ছোট ছোট লক্ষ্মী প্রতিমা থেকে শুরু করে অন্যান্য ঠাকুর তুলেছিলেন বিক্রির জন্য, এমনকি মুদিখানা দোকানে যে সকল জিনিসপত্র তুলেছিলেন পুজোর বাজারে বিক্রির আশায়, সমস্ত কিছু জলের তলায়, জামা প্যান্ট থেকে শুরু করে চাল, ডাল, সবজি, ফুল সমস্ত কিছু জলে ডুবে গিয়েছে, দোকানদারেরা ভাবতে পারেননি, বৃষ্টিতে এই রকম অবস্থা হবে এবং এত বড় ক্ষতি হবে, চিন্তায় পড়েছেন দোকানদাররা, কেউ কেউ জানালেন পুজোর মার্কেটে প্রচুর টাকা দেনা করে জিনিসপত্র তোলা হয়েছিল, সব বৃষ্টিতে জলের তলায় ভাসিয়ে নিয়ে গেল।

কোথাও কোথাও দেখা গিয়েছে, বৃষ্টির তোড়ে গাড়ির গ্লাস ভেঙে যেতে, কলকাতার মত আইনক্স সিনেমা হলে যে সকল ছেলেরা টিকিট বুকিং করেছিলেন, আজ তাদের টিকিট ও অফার কুপন ক্যানসেল করার ফলে, তাদের সাথেও বচসা আমাদের, বাধ্য হয় টিকিটের দাম ফেরত দিতে। জলে প্লাবন হওয়ার ফলে সমস্ত রাস্তায় গাড়ি-ঘোড়া বন্ধ হয়ে যায়,
সকাল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা, বিকেল পাঁচটার পরেও কোন পরিষেবা দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ, রাস্তায় হাজার হাজার মানুষ বিপদে পড়েন গাড়ি না পেয়ে, কেউ কেউ বলেন আমরা গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত জল ঢেলে হেঁটে এসেছি, আবার কেউ কেউ বলেন কসবা থেকে গড়িয়াহাট পর্যন্ত জল ঢেলে হেঁটে আসতে হয়েছে।, কেউ বলেন বেহালা থেকে তারাতলা পর্যন্ত জল ঢেলে হেঁটে আসতে হয়েছে। কেউ বলেন আমরা অফিসে বেরিয়ে বিপদে পড়েছি, আর যারা স্কুটার, বাইক ও চার চাকার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তারাও বিপদে পড়েছেন, বেশিরভাগ গাড়ি রাস্তার জলের চাপে বন্ধ হয়ে গিয়েছে। কোনোভাবে ঠেলে ঠেলে রাস্তার সাইডে দাঁড় করাতে হচ্ছে। সন্ধ্যা ৭ টা পর্যন্তও জল নামেনি, এরমধ্যে সন্ধ্যার পর কয়েকটি অটো চললেও ভাড়া দ্বিগুণের বেশি নিচ্ছেন, কেউ কুড়ি টাকার ভাড়া 40 টাকা, কেউ কুড়ি টাকার ভাড়া ৫০ টাকা, কেউ ১৫ টাকার ভাড়া ২৫ টাকা, শুধু তাই নয় ভাড়া বলে নিয়ে গেলেও নিজেদের ইচ্ছামতো যেখানে জল বেশি দেখছে সেখান পর্যন্ত গিয়ে অটো থামিয়ে দিচ্ছেন, ফলে আরো বিপাকে পড়ছেন পথযাত্রীরা। শারীবর্ধভাবে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে, বাধ্য হয়েছেন যাত্রীরা বেশি টাকা দিয়ে ম্যাটাডোড়ে করে যেতে।

প্রবল বৃষ্টি ফলে পূজো উদ্যোক্তাদের মুখ ম্লান, চিন্তায় পড়ে গেছেন, কারণ কয়েক দিন বৃষ্টি হলেও কোনোভাবে ডেকোরেটরি লোকেরা প্যান্ডেলের কাজ শেষ করার চেষ্টা করলেও, এই প্রবল বৃষ্টিতে পূজা মন্ডপগুলি জলের তলায়। তারা বলেন আবার যদি বৃষ্টি হয় অনেক বড় ক্ষতি হবে।

অন্যদিকে জনসাধারণ বলেন, আমরা প্রথম দিদি তৈরি করা লন্ডন দেখতে পেলাম, আর কেউ কেউ বলেন আর আমরা দীঘা যাবো না দীঘা সমুদ্র দেখেই ফেললাম, এরকম লন্ডন শহর ও দীঘা সমুদ্র বাড়িতে বসেই দেখতে পেলাম, কোথায় বেরিয়ে উপভোগ করলাম। কিছুটা খুবই সহিত বলতে শুরু করলেন। যেভাবে সবার ক্ষয়ক্ষতি হয়েছে, সারা রাস্তা বৃষ্টির জলে প্যান্ডেলের বাস থেকে শুরু করে কেএম সি দেওয়া ময়লা ফেলার এক্স পর্যন্ত ভেসে যেতে দেখা যায়।

জলে প্লাবিত এলাকাগুলি, লেক মার্কেট, গড়িয়াহাট, পাক স্ট্রীট, নিউ আলিপুর টু তারাতলা, গিরিশ পার্ক, কসবা , ঠাকুরপুকুর‌ সহ বিভিন্ন এলাকা।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত