মোঃশহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদটি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত দুলাল মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে মেলান্দহ বাজারের ছাগলহাটি ইজারা অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।
অভিযানটি পরিচালনা করেন মেলান্দহ থানার এসআই মো. সাজেদুল ইসলাম খান। এসময় এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল অংশ নেন। তবে এ ঘটনায় দুলালের সহযোগী মিনা বেগম কৌশলে পালিয়ে যায়। জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো মেলান্দহ বাজারের মরহুম নয়ন মন্ডলের ছেলে ফকরুলের (৪৮) কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।
ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, “মাদকের বিরুদ্ধে শুধু পুলিশের লড়াই যথেষ্ট নয়। এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে আমাদের আগামী প্রজন্ম ভয়াল মাদকের থাবায় ক্ষতিগ্রস্ত হবে।” তিনি আরও জানান, জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার মাদকবিরোধী অভিযানে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।