
আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।
সাতক্ষীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর-২০২৫ মাসের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তে বিশেষ গুরুত্ব
সভায় নভেম্বর মাসের অপরাধ পরিসংখ্যানের ওপর ভিত্তি করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত মূল্যায়ন করা হয়। পুলিশ সুপার মহোদয় নিম্নোক্ত বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রুজুকৃত মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তের অগ্রগতি তদারকি।
ওয়ারেন্ট তামিল আদালতের সমন ও ওয়ারেন্ট তামিল প্রক্রিয়ায় আরও গতিশীলতা আনা।
মাদক ও সন্ত্রাসবাদ জেলাজুড়ে নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা।
ট্রাফিক ব্যবস্থাপনা সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ।
গোয়েন্দা নজরদারি ও আগাম তথ্য সংগ্রহ
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল বলেন, “জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে অপরাধ ঘটার আগেই তা প্রতিরোধ করতে হবে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং মাঠ পর্যায় থেকে আগাম তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি।” তিনি সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করার নির্দেশনা দেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন:
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস.এম. রাজু আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিথুন সরকার।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব শাহীনুর চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব।
সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ।
সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব বায়েজীদ ইসলাম।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ডিবির ওসি, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।