
আবুজার গাজী খুলনা বিভাগীয় প্রধান।
সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। শুরুতে পুলিশ সুপার জনাব আরেফিন জুয়েল সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করেন।
এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, মিডিয়ার সহযোগিতা এবং তথ্য-উপাত্ত বিনিময়সহ গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে মতবিনিময় করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি দমন এবং সাইবার অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের আন্তরিকতা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।