1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

সাঁথিয়ার আতাইকুলা বাজারে ময়লা ফেলার ভ্যান প্রদান করলেন( ইউএনও) রিজু তামান্না।

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বাজার কমিটিকে একটি ময়লা ফেলার ভ্যান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও বাজার কমিটির নেতাদের হাতে ময়লা ফেলানো ভ্যানটি হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। আশা করি, এ ভ্যান ব্যবহার করে বাজার এলাকায় নিয়মিত ময়লা অপসারণ করা হবে।”

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আলমগীর হোসেন সহ বাজার কমিটির সভাপতি-সম্পাদকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে বাজারের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত