
মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগরে উপজেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনলাইনভিত্তিক সাংবাদিকদের সংগঠন অনলাইন নিউজক্লাব এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ১৭ জন অনলাইন সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন।
সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আব্দুল হান্নান।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন এম আলামিন সরদার।
মোমিনুর রহমানকে সদস্য সচিব করা হয়।
অন্য দুই সদস্য হলেন গাজী নুরুল আমিন ও ফিরোজ হোসেন।
সভায় আলোচনায় বলা হয়, শ্যামনগরের অনলাইন সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন।
তবে সংগঠনের অভাব ছিল বলেই সম্মিলিতভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, খুব দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে।
নতুন কমিটি তথ্য, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করবে বলে সভায় প্রত্যাশা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, অনলাইন সাংবাদিকতা এখন সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি।
তাই এই প্ল্যাটফর্মের সদস্যরা সত্য, ন্যায়ের পক্ষে এবং গুজবের বিরুদ্ধে কাজ করবেন।
উল্লেখ্য, শ্যামনগরের অনলাইন নিউজক্লাব হবে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং স্বতন্ত্র একটি সংগঠন।
এটি সংবাদকর্মীদের প্রশিক্ষণ, সুরক্ষা ও পেশাগত উন্নয়নে কাজ করবে বলে জানানো হয়।
সভা শেষে সদস্যদের পক্ষ থেকে সংগঠনের অগ্রগতির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
সংগঠনের এই যাত্রা শ্যামনগরের সাংবাদিকতা জগতে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।