
নিজস্ব প্রতিবেদক,
শ্যামনগর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত জামায়াত কর্মী মোহাম্মদ ইয়াসিন কবির গাইন (৪৫) ঘটনার কয়েকদিন পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশ একাধিক অভিযান চালালেও এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। অভিযুক্ত ইয়াসিন আটুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত পরশু স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের দোকানে ডেকে নিয়ে যান ইয়াসিন। সেখানে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। বিষয়টি ধামাচাপা দিতে ইয়াসিন শিশুটিকে চকলেট দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। শিশুটি বাড়িতে ফিরে সব বলে দিলে জানাজানি হয় এবং স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন।
এলাকাবাসীর দাবি, ইয়াসিন কবির গাইন শুধু একজন ব্যবসায়ী নন, তিনি আটুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্বরত। তার এই রাজনৈতিক প্রভাবের কারণে ইতিপূর্বেও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিচার হয়নি। ঘটনার পর থেকে তার পরিবার মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালালেও ভুক্তভোগী পরিবার অনড় অবস্থানে রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালিদুর রহমান জানিয়েছেন
“আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালিয়েছে, তবে সে এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত আছে।”
আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং ভুক্তভোগী পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, এই শিশু নিপীড়ককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।