
ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
উপকূলীয় জনপদ শ্যামনগরে জেঁকে বসা শীতের প্রকোপ থেকে অসহায় মানুষকে রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে ‘এসএসসি-২০০২ ও এইচএসসি-২০০৪ বন্ধু মহল’। শুক্রবার সকাল ৯টায় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
পুরানো বন্ধুদের পুনর্মিলন কেবল আড্ডায় সীমাবদ্ধ না রেখে তারা বেছে নিয়েছেন আর্তমানবতার সেবা। নিজস্ব অর্থায়নে সংগৃহীত তহবিল থেকে প্রথম ধাপে ২০০০ (দুই হাজার) দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন কম্বল। শুধু বড়রাই নয়, ছোটদের মুখে হাসি ফোটাতে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অনির্বাণ ক্লাবের সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী সমাজ।
এই মহতী উদ্যোগটি মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে কারিগরি ও সেচ্ছাসেবী সহযোগিতা প্রদান করে স্থানীয় তরুণদের সংগঠন ‘আশার আলো মানব কল্যাণ সংগঠন’ এবং ‘প্রজন্ম রক্তদান সংস্থা’। সহযোগী সংগঠনগুলোর কর্মঠ স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় কোনো বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের উপহার গ্রহণ করেন।
আয়োজক বন্ধু মহলের প্রতিনিধিরা জানান, শীতের রাতে ফুটপাতে বা জরাজীর্ণ ঘরে থাকা মানুষগুলোর কষ্ট আমাদের ব্যথিত করে। বন্ধুদের ছোট ছোট অনুদান একত্রিত করে আমরা এই চেষ্টা করেছি। আগামীতেও আমাদের এই মানবিক যাত্রা অব্যাহত থাকবে।”
শীতের সকালে নতুন কম্বলের উষ্ণতা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন উপকূলের অসহায় মানুষগুলো। তারা এই তরুণদের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করেন।