ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা মন্দির ও শ্মশান থেকে চুরি যাওয়া মালামাল।
গ্রেপ্তার সাইফুল ইসলাম শ্যামনগর পৌরসভার মাজাট গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দির ও নকিপুর মহাশ্মশানে চুরির ঘটনায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ মার্চ রবিবার রাতে নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন পিতল, কাঁসা ও দস্তার সরঞ্জাম চুরি হয় এবং তার কয়েক দিন পরে নকিপুর মহাশ্মশানের মোটর চুরি হয়।