1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

শ্যামনগরে ভারতীয় ঔষধ ও বিড়িসহ ৩ চোরাকারবারী আটক।

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ১৭ লক্ষ টাকার ভারতীয় ঔষধ এবং ৩ লক্ষ টাকার বিড়িসহ তিন চোরাকারবারীকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মীরগাঙ এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় ঔষধসহ চোরাকারবারীদের আটক করে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন, শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন, একই এলাকার আশরাফ হোসেনের মেয়ে আকলিমা খাতুন এবং কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ওজায়মারী গ্রামের মৃত রজব আলীর ছেলে কোহিনুর রহমান।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধ পথে ভারতীয় ঔষধ ও বিড়ি আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে দক্ষিণ ভেটখালী এলাকার আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে আনুমানিক ৩লক্ষ টাকার ভারতীয় বিড়ি জব্দ করা হয়। সে সময় আব্দুর রহিমকে পাওয়া না গেলে মালের মালিক মোজাম্মেল হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনুমানিক ১৭ লক্ষ টাকার ভারতীয় অবৈধ ঔষধ আটক করা হয় এবং আকলিমা নামের আরো একজন চোরাকারবারীকে আটক করা হয়।

 

জব্দকৃত মালামাল এবং আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত