1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

শ্যামনগরের কৈখালীতে বন বিভাগের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার

মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় বন বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী সূত্রে জানা গেছে, সুন্দরবন সংলগ্ন এলাকায় কয়েকজন শিকারি হরিণ শিকার করে মাংস পাচারের চেষ্টা করছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সশস্ত্র সদস্যরা।

অভিযান চলাকালীন সময়ে পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। উদ্ধার করা মাংস পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের কৈখালী স্টেশনের কর্মকর্তা জানান, হরিণ শিকার ও মাংস বিক্রি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। বন ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

স্থানীয়দের ধারণা, সুন্দরবনের ভেতরে কিছু অসাধু ব্যক্তি নিয়মিতভাবে হরিণ শিকার করছে এবং মাংস পাচার করে মোটা অঙ্কের টাকা আয় করছে। তবে অভিযান জোরদার হওয়ায় এখন তারা গোপনে এসব কাজ করছে।

বন বিভাগের শ্যামনগর রেঞ্জ কর্মকর্তা বলেন, উদ্ধার করা হরিণের মাংস সংরক্ষণের পর নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। এছাড়া এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।

প্রসঙ্গত, সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ড, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে হরিণ শিকার, কাঠ পাচার ও জলদস্যু দমনে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালিত হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা কোস্টগার্ড ও বন বিভাগের কার্যক্রমের প্রশংসা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত