1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

রাজশাহী মোহনপুর উপজেলার ঘাসি গ্রাম প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও দলবদলের অভিযোগ: জনমনে ক্ষোভ 

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা

 

রাজশাহী মোহনপুর উপজেলার, ঘাসি গ্রাম ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক দলবদলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ জনসেবার, নামে ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজস্ব গোষ্ঠীকে সুবিধা দিয়ে যাচ্ছেন, আর সাধারণ জনগণ অবহেলিত রয়ে যাচ্ছে।

বিশেষ সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান

মোঃ আমিনুল ইসলাম, দায়িত্বে থাকার সময় তিনি সরকারি বরাদ্দ, ভিজিডি কার্ড, কর্মসূচির টাকা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চাঁদা আদায় এবং টেন্ডার প্রক্রিয়ায় ব্যক্তিস্বার্থে কাজ করেছেন। এছাড়াও এলাকার রাস্তা, ড্রেনেজ ও স্কুল উন্নয়নের টাকাও সঠিকভাবে ব্যয় হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

আরও চাঞ্চল্যকর অভিযোগ হলো, তিনি অতীতে একাধিক রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। সুবিধা বুঝে প্রতিপক্ষ দলে যোগ দেন। এতে করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ

সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় একাধিক ভুক্তভোগী জানান, একজন অনির্বাচিত প্রতিনিধি হয়ে জনগণের সেবা না করে নিজের স্বার্থে কাজ করছেন। আমাদের কথা বলার সুযোগও দেন না, বরং ভিন্নমত পোষণ করলে হুমকি-ধমকি দেন।

 

তবে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সব সময় নিয়ম মেনেই কাজ করি। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত