1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নাগেশ্বরীতে,ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে 

আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী,কুড়িগ্রাম জেলা স্টাফ রিপোর্টার ।
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী,কুড়িগ্রাম জেলা স্টাফ রিপোর্টার ।

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূরুঙ্গামারী থেকে রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারী থেকে রংপুর পর্যন্ত সরাসরি মেইল বাস সার্ভিস না থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে ভুগছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও অসুস্থ রোগীরা প্রতিদিন প্রয়োজনীয় কাজে রংপুর যাতায়াত করতে গিয়ে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। মাঝপথে গাড়ি পরিবর্তন করতে হওয়ায় সময়, অর্থ ও মানসিক চাপ—সব দিক থেকেই মানুষের জীবনযাত্রা জটিল হয়ে উঠেছে।

 

বক্তারা আরও অভিযোগ করেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ প্রতিদিন হাজার হাজার যাত্রী ভূরুঙ্গামারী থেকে রংপুর রুটে যাতায়াত করে থাকে। তাই অবিলম্বে এই রুটে সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবি জানান তারা।

 

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর অবস্থান কর্মসূচি দেওয়া হবে।

 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জনগণের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন সবসময় অব্যাহত থাকবে। মানুষের যাতায়াতের সমস্যার সমাধান করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট