
মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী হাইস্কুল ও কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. এম এম আলেক এলাহী (মুন্না )। তিনি বলেন, “বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিসেস নুরজাহান পারভীন (ঝরনা)উপজেলা ছাত্র দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়ুম আবু
ও নব নির্বাচিত নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আদম আলী সেচ্ছাসেবক দল নেতা সাহাদাত হোসেন
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। দেশের মানুষ আজ বাকস্বাধীনতা হারিয়েছে। বিএনপি জনগণের দল, তাই জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।
সংবর্ধিত নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, দল ও নেতাকর্মীদের ভালোবাসাই আমাদের শক্তি। আমরা সংগঠনের শৃঙ্খলা রক্ষা করে তৃণমূল থেকে বিএনপিকে আরও সুসংগঠিত করব।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, নাটিকা ও নৃত্য পরিবেশন করেন। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে করতালির ধ্বনিতে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্বিক সহযোগিতায় ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিএনপির এই আয়োজন রাজনৈতিকভাবে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ মজনু (এলাহী) ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম