1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে চণ্ডীপাঠ, আবাহনী সংগীত ও গীতিনাট্য পরিবেশনে মহালয়া পালন

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক,দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টায় অগ্রগামী যুব সংঘের আয়োজনে নগরীর স্ব-রোডের রাধা গোবিন্দ নিবাস মন্দিরে চণ্ডীপাঠ, আগমনী সংগীত ও গীতিআলেখ্য পরিবেশনা করা হয়। প্রভাতী অনুষ্ঠানে মন্দিরে ”বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র” কে অনুসরণ করে বরিশাল বেতারের ঘোষক, বাচিক শিল্পী শিক্ষক ও প্রবন্ধকার বিশ্বনাথ রায়ের ভক্তিকণ্ঠে চণ্ডীপাঠ উচ্চারিত হয়…

” আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ”

এরপর মন্ত্র পাঠের মধ্যে দিয়ে মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্ত্যে আহ্বান জানিয়েছেন ভক্তরা।

মহালয়া অনুষ্ঠানে চণ্ডীপাঠের সঙ্গে আবাহনী সংগীত পরিবেশন করেন শ্রী কমল ঘোষসহ অন্যান্য শিল্পীরা। তাদের সমবেত কন্ঠে উচ্চারিত হয়…

জাগো!জাগো, জাগো মা!
জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী।
অভয়া শক্তি, বলপ্রদায়িনী, তুমি জাগো।
জাগো, তুমি জাগো।

পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ‘গীতিনাট্য’ দুর্গে দুর্গতিনাশিনী দশপ্রহরণধারিনী নাটকটি পরিবেশন করা হয়।

এদিকে মহালয়ার দিন থেকেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনে কৈলাশ থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন। তাই মহালয়া থেকে দুর্গা উৎসবের আমেজ শুরু হয়।

মহালয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শ্রী কাজল ঘোষ, রাধাগোবিন্দ নিবাসের সভাপতি শ্রী মৃনালকান্তি সাহা, বরিশাল জেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক শ্রী নরায়ন চন্দ্র নারু, বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদের সম্পাদক গোপাল সাহা প্রমুখ।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার বরিশাল জেলায় ৬৪০টি ও মহানগরে ৪৫ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত