1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

পাবনার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আব্দুল লতিফ বিশ্বাস আর নেই

শামীম আহমেদ,  পাবনা জেলা প্রতিনিধি-
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

শামীম আহমেদ,

পাবনা জেলা প্রতিনিধি-

পাবনার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি, বিশিষ্ট শিল্পপতি ও মানব প্রেমিক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন একনিষ্ঠ ব্যবসায়ী, পরিশ্রমী উদ্যোক্তা এবং নির্লোভ সমাজসেবক। লতিফ রিয়েল এস্টেট ও লতিফ গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, তেমনি তাঁর হাত ধরে বহু মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা পেয়েছে। পাবনার প্রতিটি প্রজন্মের কাছে তিনি ছিলেন একজন আপনজন। কেউ বিপদে পড়লে, কারও চিকিৎসার খরচ না থাকলে বা কোনো মেয়ের বিয়েতে সহায়তার প্রয়োজন হলে, লতিফ বিশ্বাস  চুপচাপ পাশে দাঁড়াতেন। শোকে-সন্তাপে, আনন্দ-উৎসবে—মানুষের পাশে ছিলেন অকৃত্রিম ভাবে। মর্যাদার মধ্যে মমতা, প্রতিপত্তির মধ্যে প্রজ্ঞা এমন মানুষ খুব কমই হয়। তাঁর মৃত্যুতে পাবনা এক পরম নির্ভরতার ছায়া হারাল। আমরা হারালাম এক প্রকৃত মানুষের পথচলা। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত