
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দিলে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি ভ্যান দুই শিক্ষার্থীকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পাবনামুখি একটি বাঁশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। নিহত দুই শিশু পঞ্চম শ্রেণিতে পড়ত বলে জানা গেছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”