
ইব্রাহিম গাজী সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সাতক্ষীরা সদরের আলিপুর থেকে ঢাকা গামী ইমাদ পরিবহন তল্লাশি করে আটক করা হয় ৷
আটক ব্যক্তির নাম ইয়াকুব হোসেন (২৫)। সে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়ীয়া গ্রামের ফজর আলী’র ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এসআই মোঃ হেমায়েতুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাতক্ষীরার আলিপুর এলাকায় মহাসড়কে চেকপোস্টে ঢাকাগামী ইমাদ পরিবহন তল্লাশি করে ৩২ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিলসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করেন ৷
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি নিজাম উদ্দীন মোল্যা, জানান আলিপুর এলাকায় মহাসড়কে চেকপোস্টে ঢাকাগামী যাত্রীবাহী ইমাদ পরিবহন তল্লাশি করে ৩২ বোতল ফেন্সিডিলসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটককৃতকে নিয়মিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।