1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

ডাকাতির ৭২ ঘণ্টার মাথায় নাটোরে পুলিশের অভিযান: বউ রিক্সাসহ গ্রেফতার ৭

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক,দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নাটোরে ব্যাটারিচালিত একটি বউ রিক্সা ছিনতাইয়ের ঘটনায় মাত্র ৩ দিনের মাথায় পুলিশের অভিযানে ডাকাতির মালামাল উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত রিক্সার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।

ভুক্তভোগী রিক্সাচালক কোয়েল হোসেনকে নির্জন স্থানে নিয়ে মারধর করে রিক্সা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তার নামে অশ্লীল ভিডিও থাকার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

মামলা রুজুর পর তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাহাদত হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। প্রথমে নাটোর শহরের ফতেঙ্গাপাড়া থেকে চারজনকে ও পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ শাকিল, সাঈদ, রুমেল, রুবেল, জাহাঙ্গীর, ইসমাইল ও আবু সাঈদ।

পুলিশ সুপার জানিয়েছেন, নাটোরে অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত