
বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে একজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে পরিচালিত মোবাইল কোর্টে প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি), কাহারোল, দিনাজপুর—এর নেতৃত্বে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন শফিকুল ইসলাম (৪৫), পিতা—মৃত বেল্লাল হোসেন, গ্রাম—হেলেঞ্চা কুড়ি, দিনাজপুর। তাকে মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।
আদালত তাকে ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।