1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

কাহারোলে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৩০ জন  হাসপাতালে ভর্তি ১৮ জন 

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি। জানা যায়, কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্র পুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বিনোদ কুমার রায়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে ৩০ জন দাওয়াত খাওয়ার পর থেকেই অসুস্থ্য হয়ে যায় এবং বমি, পেট ব্যাথা ও পাতলা করতে থাকেন। গত ১৭ ও ১৮ ডিসেম্বর ‘২০২৫ ইং তারিখ পর্যন্ত বিনোদ রায়ের বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ফলেও কোন উন্নতি না হওয়ায় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কাহারোল উপজেলা হাসপাতালে ১৮ জন রোগী কে ভর্তি করা হয়েছে। ডাক্তার শুভ রায়ের সাথে কথা বললে তিনি জানান, হয়তো এনারা বাসী খাবার খেয়েছে আর সেই খাবার খেয়েই ফুডপয়জনিং হয়েছে কিন্তু তাদের সুস্থ্য হতে দুই -তিন দিন সময় লাগবে তবে আমাদের হাসপাতালের চিকিৎসক ও নার্সরা চিকিৎসা সেবা দিতে তৎপর রয়েছেন। এই খবর টি শুনার পর কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী রোগী দের খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে ছুটে যান এবং রোগী দের খোঁজ খবর নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত