1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

আশাশুনিতে শীতার্তদের পাশে ইউএনও সাইদুজ্জামান ফকরাবাদে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুজ্জামান (হিমু)। তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সরকারের পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে এই উদ্যোগ নেন তিনি।

বুধবার (বা সংশ্লিষ্ট দিন) সকালে ফকরাবাদ এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই কম্বল বিতরণ করেন। এসময় তিনি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের কাছে গিয়ে তাদের শীতকালীন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক আশ্বাসের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দেন।

 

ফকরাবাদ গ্রামের সুবিধাভোগী সাধারণ মানুষ জানান, প্রশাসনের উচ্চপদস্থ একজন কর্মকর্তা সশরীরে তাদের মাঝে এসে কম্বল বিতরণ করায় তারা অত্যন্ত আনন্দিত। স্থানীয়রা বলেন, “বর্তমান উপজেলা নির্বাহী অফিসার যোগদানের পর থেকেই জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার এই মানবিক উদ্যোগ শীতের তীব্রতায় কষ্ট পাওয়া মানুষদের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে

 

 

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান (হিমু) গণমাধ্যমকে বলেন, “তীব্র শীতে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে সরকার বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি প্রকৃত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই শীতবস্ত্র পৌঁছে দিতে। ফকরাবাদের মতো প্রতিটি ইউনিয়নেই আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে।”

তিনি আরও যোগ করেন, সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এই শীতের মৌসুমে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত।

উল্লেখ্য, আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতের শুরু থেকেই পর্যায়ক্রমে প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজকের এই বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত